তরুণ উদ্যোক্তাদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে ‘গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক-২০২৩’ শুরু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে গ্রিন গার্ডেন রুফটপে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ২০০টিরও বেশি ইভেন্টের মাধ্যমে এ সপ্তাহ উদযাপন করা হবে।
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এ উদ্যোক্তা সপ্তাহের আয়োজন করেছে।
দেশের ৮ বিভাগের ৩০ জেলায় এসব ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ উদযাপনে অংশ নিচ্ছে ৭৮টি দেশি-বিদেশি অংশীদার প্রতিষ্ঠান ও সংগঠন। তাদের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং উদ্দীপ্ত তরুণরা।
আয়োজকরা বলছেন, সাত দিনব্যাপী এ উদযাপনে এক লাখ মানুষ সরাসরি অংশ নেবেন। অনলাইনে অংশ নেবেন দেশ-বিদেশের আরও বহু সংগঠন-সংস্থা ও ব্যক্তিপর্যায়ের উদ্যোক্তরা। সবমিলিয়ে সপ্তাহব্যাপী এ উদযাপনে অংশগ্রহণকারীর সংখ্যা হবে ৩০ লাখেরও বেশি।
উদ্বোধনী পর্বে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান বলেন, দারুণ একটি এক্সাইটেড সপ্তাহ কাটাতে চাই আমরা। এখানে আজ যারা উপস্থিত রয়েছেন, সবাই গতিশীল উদ্যোক্তা। সবার মধ্যে উদ্ভাবনী শক্তি রয়েছে। সেটিকে প্রস্ফুটিত করে দীর্ঘমেয়াদে নিজেকে উদ্যোক্তা হিসেবে সফল করে তুলতে হবে। পাশাপাশি আশপাশের অন্য উৎসাহী তরুণ-যুবকদেরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, জারমাটজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান, ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ড. রুবিনা হুসাইন, ইনস্পায়ারিং বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি ইমরান ফাহাদ।
এসময় স্বাগত বক্তব্য দেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইকের বাংলাদেশের হোস্ট কে এম হাসান রিপন।
|