নিজস্ব প্রতিবেদক : ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ২৪ নভেম্বর দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করবেন তিনি।
পররাষ্ট্র সচিব মোমেন নিজেই তার দিল্লি যাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
জানা গেছে, বাংলাদেশ-ভারতের যৌথ পরামর্শক সভা (এফওসি) বৈঠকে বসার জন্য মাসুদ বিন মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। সাধারণত এফওসিতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
তবে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পররাষ্ট্র সচিবের নয়াদিল্লি সফর নির্বাচন ইস্যুতে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com