রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন রওশন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আজ দুপুরে বঙ্গভবনে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সাক্ষাৎকালে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাবেন তিনি।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবন যাবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার মুখপাত্রের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর।
এদিন দুপুর ১২টায় বঙ্গভবনে প্রবেশ করবেন বিরোধীদলীয় নেতা ও তার সঙ্গীরা। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরও থাকবেন- সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com