ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর রেষারেষি সবারই জানা। একে অপরকে আহত করতে শব্দ প্রয়োগে বাছবিচার করেন না তারা। এবার তাদের কোন্দলে ঘি ঢালেন বুবলীর বড় বোন কণ্ঠশিল্পী মিমি। বুবলীর পক্ষ নিয়ে অপু বিশ্বাসের কঠোর সমালোচনা করেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
মিমির এমন সমালোচনার কারণ জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। এক বাক্যে অপু বিশ্বাস বলেন, বুবলী কে? তাকে তো আমি চিনি না।
বর্তমানে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। তাই এসব নিয়ে ভাবার সময় নেই জানিয়ে তিনি বলেন, এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কী বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নেই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।
এদিকে, বুবলী-অপুর দ্বন্দ্বে মিমির জড়ানোটা ভালো চোখে দেখছেন না দুই তারকার ভক্তরা। কেউ অপুকে নিয়ে কটাক্ষ করেছেন আবার কেউ বা বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসকে নিয়ে নাজনীন মিমির কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু বিশ্বাসের ভক্তরা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন। মিমি প্রকাশ্যে অপুকে ‘অকথ্য ভাষায়’ গালাগালও করেছেন। বিষয়টি এখন নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও তারা মানতে পারছেন না মিমির কথাগুলোকে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]