ডেস্ক রিপাের্ট : শনিবার (৩রা ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ৩নং সার্কিট হাউজ রোড, প্রেস ইনিস্টিউট বাংলাদেশ (পিআইবি) ভবনে নব নির্বাচিত কমিটির ১১ জন সদস্য এ শপথ গ্রহণ করেন।
ঢাকা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনিস্টিউট বাংলাদেশ (পিআইবি`র) মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ, ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা জনাব ওবায়দুল হক খাঁন, উপদেষ্টা এডভোকেট শফিকুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সারা বাংলাদেশে সকল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরি কাজ শুরু করেছি কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত মাত্র একটি পত্রিকা পূর্নাঙ্গ তালিকা জমা দিয়েছেন আর বাকিগুলো এখনো আসেনি তাহলে আমরা সাংবাদিকদের নিয়ে কি ভাবে কাজ করবো। প্রিন্ট মিডিয়ার সকল ডাটাবেইজ প্রেস কাউন্সিল এ জমা দিবে এবং টেলিভিশন সাংবাদিকদের প্রেস ইনিস্টিউট এ জমা দিবে। এই সময় তিনি ঢাকা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে তাদের কর্মদক্ষতা দিয়ে সামনে এগিয়ে নিবেন এই আশা ব্যাক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পিআইবির মহা পরিচালক বলেন, সংবাদপত্রের আয়ের উৎস বিজ্ঞাপন, সার্কুলেশন নয়। কিন্তু বিজ্ঞাপন ও আজকে সংকোচিত হয়ে পড়েছে, পূর্বে জেলা, উপজেলা, স্থানীয় প্রফেশনাল অধিদপ্তর বা অন্যান্য সংস্থাগুলোতে ও আদালতে বিজ্ঞাপন পাওয়া যেত কিন্তু সেখানে এখন ই-টেন্ডার হয়ে গেছে মাত্র ২/৩ ইঞ্জি বিজ্ঞাপন প্রকাশ করেই বলেন আমাদের ওয়েবসাইটে দেখুন এই হলো এখন বিজ্ঞাপনের অবস্থা।
তিনি আরও বলেন, ঢাকা প্রেসক্লাব নির্যাতিত নিপিড়ীত সাংবাদিক গনের জন্য একটা কিছু করতেছেন এটা আমার বিশ্বাস। এসময় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা ওবায়দুল হক খাঁন, এডভোকেট শফিকুল ইসলাম কাজল, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব সভাপতি আব্দুল ওহাব রিংকু সহ ঢাকা প্রেসক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন।
শপথ গ্রহণকারী কার্যকরী সদস্যরা হচ্ছেন- সভাপতি মোঃ শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন শাহীন, যুগ্ন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ এইচ এম মাহফুজ,অর্থ সম্পাদক আফসানা রহমান, সমাজ কল্যান ত্রান ও পূর্নবাসন সম্পাদক নুরুন নাহার রিতা, প্রচার তথ্য ও গবেষনা সম্পাদক ওবায়দুল হক, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, নির্বাহী সদস্য সকিনা বেগম।
|