ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে ছয়জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিযন (র্যাব-১০)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল (৪৬), মো. রাকিব (২০), মো. রুবেল (২৯), মো. রবিউল হাসান (২২), মো. আল আমিন (২১) ও মো. শাওন (২৫)। অভিযানকালে তাদের কাছ থেকে নগদ চার হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম জানান, রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর চিপস ফ্যাক্টরি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]