১৫ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন বন্ধ থাকবে পোস্তগোলা ব্রিজ
কাজী সাইফ উদ্দিন : কার্যক্ষমতা বাড়াতে পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছে সেতুটির মালিকানাধীন প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তর। ফলে ওই সেতুতে ১৪ দিন যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংস্কারকাজের জন্য পোস্তগোলা ব্রিজে যান চলাচল ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো পাঁচ দিন বন্ধ থাকবে। রবিবার বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিজের সংস্কারকাজ চলবে। এর মধ্যে পাঁচ দিন বন্ধ রাখা হবে।তবে এটি টানা বন্ধ নয়। যেদিন কাজ হবে সেদিন। তিনি বলেন, ‘ব্রিজের নিচে পিলারে লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। সেটিই ঠিক করা হচ্ছে।আমরা বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেব। ’ তবে ডিএমপি জানিয়েছে, ব্রিজ বন্ধ থাকার সময় সব যানবাহনকে ডাইভারশন করা হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]