আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। যারা বিদেশে কাজ করেন, তারা আমাদের দেশের মেরুদণ্ডের মতো। প্রবাসীরা একই সঙ্গে দুটি কাজ করেন। তাদের কষ্টের টাকায় দেশ উপকৃত হয় এবং তাদের নিজের পরিবার উপকৃত হয়। তাই প্রবাসীদের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (৬ ফ্রেবুয়ারি) কাতারের রাজধানী দোহায় চাঁদপুর সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুজিত রায় নন্দী। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মাসুদ শেখ ও গাজী মো. ওমর ফারুক।
কাতার দোহা চাঁদপুর সমিতির সভাপতি মো মানিক রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সভাপতি বাংলাদেশ কমিউনিটি কাতার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তসলিম শেখ, ব্যবসায়ী দোহা কাতার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি প্রবাসী আমান উল্লাহ আমান।
এর আগে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শেখ-মোবারক আল-দোসারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুজিত রায় নন্দী।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]