কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
তারিখ
:
11-02-2024
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১০ (ফেব্রুয়ারী) শনিবার ভোরে ঈদগাঁও রেঞ্জের আওতাধীন ভোমরিয়াঘোনা বিটের সংরক্ষিত এলাকার ভোমরিয়াঘোনা মৌজার শিয়া পাড়া নামক এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয় ।বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় এবং ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁনের সার্বিক তত্বাবধানে রবিবার ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তার নেতৃত্বে ভোমরিয়াঘোনা বিটের সংরক্ষিত এলাকার ভোমরিয়াঘোনা মৌজার শিয়া পাড়া নামক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণাধীন ২ টি অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।
ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন বলেন, বনভূমি জবরদখলের কোন সুযোগ নেই । খবর পেয়ে আজ ভোরে নির্মাণকৃত ২ টি অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। বিভিন্ন মালামাল জব্দ করে রেঞ্জ হেফাজতেও নিয়ে আসা হয়েছে । সংশ্লিষ্ট জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় সজাগ ও সতর্ক রয়েছি। বনের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণর কোন সুযোগ নেই, যতো বড় প্রভাশালী হোক সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন ও বনজ সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]