গাজীপুরে ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন
তারিখ
:
22-02-2024
মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু : ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি (বুধবার) ১১ টায় গাজীপুর সদর উপজেলার মির্জাপুরের বি কি বাড়ি এলাকায় অবস্থিত সাংবাদিক ভিলাতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহ জাহান মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি,(উপদেষ্টা-ঢাকা প্রেস ক্লাব) লায়ন এম.এইচ মারুফ সিকদার,গাজীপুর জেলা বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সভাপতি খোরশেদ আলম,এন টিভির মার্কেটিং অফিসার মোঃ সেলিম । এছাড়াও এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকু, ঢাকা প্রেস ক্লাবের সহ সভাপতি শাহাদাত হোসেন শাহিন,দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক নুরুন্নাহার রিতা,বিশিষ্ট সমাজ সেবক মাসুদ খন্দকার, শিকদার মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব দিন ইসলাম, মাসুদ রানা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান। এরপর মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত ও ইসলামিক গজলের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং বিচারকদের শুক্ষ বিবেচনার মাধ্যমে তিন জনকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। এরপর শুরু হয় ভাষা দিবসের আলোচনা। আলোচনায় বক্তারা ভাষা দিবসের তাৎপর্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]