মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু : গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে.বাড়ি শিকদার মার্কেট এলাকায় এক যুক আত্মহত্যা করেছে।
২৪শে ফেব্রুয়ারি বিকেলে শিকদার মার্কেট জামে মসজিদ রোডে অবস্থিত একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহত মোঃ আসাদুল ইসলাম (২৬) রবিউল ইসলাম এবং জহুরা খাতুনের এক মাত্র ছেলে। তিনি পাবনা জেলার ফরিদপুর থানাধীন কাশিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শিকদার মার্কেট এলাকার নূর মোহাম্মদ এর বাড়িতে ভারা থাকতেন। নিহতের পিতা ও উপস্থিত লোকদের থেকে জানা যায়,আসাদুল ইসলামের ১৭ মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।সে স্থানিয় রেনেসা এপ্যারেলস এ চাকরি করতেন। আজকে ছুটি থাকায় বাড়িতেই ছিল। তার সহ ধর্মীনি কথা বলছিল, এক পর্যায়ে আসাদুল রাগকরে ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তার দরজা খোলার জন্য ডাক দিলে কোন সাড়াশব্দ না পাওয়ায় আশে পাশের লোকজন ডাকে। তারা সকলে থানায় খবর দিলে থানা পুলিশ এসে সকলে উপস্থিতিথে দরজা কেটে দেখতে পায় ফেনের সাথে ওরনা পেচিয়ে ঝুলে আছে।
পরবর্তীকালে পুলিশ আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে লাশ থানায় নিয়ে জায়।
আত্মহত্যার বিষয়ে জয়দেবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইবরাহিম খলিল জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবার বলছে সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগে আত্মহত্যা করেছে। তাই তার কোন অভিযোগ করতে চাইছে না। এবং ময়নাতদন্ত করাতে চাচ্ছে না। তবে আত্মহত্যার বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে লাশ হস্তান্তরে বিষয়ে সিধান্ত নিব।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]