চট্টগ্রামে কাচ্চি ভাই রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা
তারিখ
:
05-06-2024
অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে শরবত তৈরির অপরাধে চট্টগ্রামের কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে নগরীর ওয়াসা মোড়ের ওই রেস্তোরাঁতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সোবহান। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ অংশ নেন।
একই অভিযানে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকার ইউম্যাক্স বেকারি এবং সায়েম বেকারি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি চান্দগাঁও এলাকার শাহ আমানত ফুড প্রোডাক্টস, চকবাজার এলাকার কাচ্চি ডাইন এবং চিটাগং বেকারিকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম মহানগর নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, অনিবন্ধিত কেমিক্যাল ব্যবহার করে শরবত তৈরি করার অপরাধ প্রমাণিত হওয়ায় ওয়াসা মোড়ের কাচ্চি ভাই নামের রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]