নাফ নদীতে চোরাকারবারির গুলিতে বিজিবির দুই সদস্য আহত
তারিখ
:
05-06-2024
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) রাতে নাফনদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, বিজিবির টেকনাফের ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় নাফ নদীর রহমানের খাল এলাকায় একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুটতে থাকে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে। এতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি ছুঁড়তে ছুঁড়তে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। আহত বিজিবি সদস্যরা রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আহত দুই সদস্যের নাম জানানো হয়নি। অবশ্যই বিজিবির একটি সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে আহত দুইজনের একজন ল্যান্স নায়েক জুয়েল বড়ুয়া এবং অপরজন সৈনিক নন্দন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]