ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের সমর্থকদের মধ্যেও কাজ করে অন্যরকম এক আবহ। ম্যাচের টিকিট বিক্রিতেও লেগে যায় ধুম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে বসে দেখতে আইসিসির কাছে টিকিট চেয়ে আবেদন করেছিল ২০ লাখ মানুষ। টি টোয়েন্টি বিশ্বকাপের এমন হাইভোল্টেজ ম্যাচে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে পিছিয়েছে এই ম্যাচের টস।
তবে স্বস্তির বিষয় বৃষ্টি কমেছে। ভারত- পাকিস্তান ক্রিকেটাররা ওয়ার্ম আপও করছে। পূর্বাভাস যদিও স্বস্তির নয়। মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। পিছিয়ে গিয়েছে টস টাইম। এখনও নিশ্চিত করা হয়নি। পুরো মাঠে না হলেও পিচে এখনও কভার রয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]