রাসেলস ভাইপার সাপ অজুহাতে মেরে ফেলা হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষার স্বার্থে সাপকে বাঁচিয়ে রাখতে হবে : আবু রিয়াদ
তারিখ
:
02-07-2024
কাজী সাইফ উদ্দিন : রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে শ্লোগান : সাপ হত্যা নয়, প্রকৃতি ও মানুষের স্বার্থে এদের বাঁচতে দিন’কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ‘সাপ হত্যা নয়, প্রকৃতি ও মানুষের স্বার্থে এদের বাঁচতে দিন’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ বন্ধুসভা ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত।
‘সাপ হত্যা নয়, প্রকৃতি ও মানুষের স্বার্থে এদের বাঁচতে দিন’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জ বন্ধুসভা ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়েছে। ১ জুলাই বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মোহামদ রিয়াদ। প্রধান অতিথি হিসেবে আবু মোহাম্মদ রিয়াদ বলেন, ‘সাপ আমাদের বাস্তুতন্ত্রের অংশ। প্রকৃতির ভারসাম্য রক্ষার স্বার্থে সাপকে বাঁচিয়ে রাখতে হবে। সম্প্রতি বিভিন্ন এলাকায় আতঙ্কে অন্যান্য সাপ এমনকি নির্বিষ সাপকে রাসেলস ভাইপার সাপ অজুহাতে মেরে ফেলা হচ্ছে। সাপ দেখলেই মেরে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বরং সাপকে হত্যা না করে নিরাপদ চারণভূমিতে অবমুক্ত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম আলো বন্ধুসভার সেমিনারে সহযোগিতায় অংশ নেওয়ায় ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক যোগাযোগ করে সাপে কাটা রোগীদের সুবিধার্থে অ্যান্টিভেনমের মজুত বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]