মিয়া আবদুল হান্নান : ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পন। এন টিভি এগিয়ে যাওয়ার প্রত্যয়। রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এন টিভি ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার ৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী সালাহউদ্দিন লিটন,এন টিভি ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি হাজী মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিপটি, ঢাকা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবদুল গফুর, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল গনী, সহ সভাপতি ও দৈনিক এশিয়া বাণী`র ইউনিট প্রধান মিয়া আবদুল হান্নান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা হাজী মোঃ মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের পাতা সংবাদাতা শেখ মোঃ শামীম, সাবেক সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, মাইটিভি কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হাজী শামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সচিব মোঃ আমান উল্লাহ, কেরানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার ফকরুজ্জামান, উপজেলা ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান,ক্রীড়াবিদ ও আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, তরুণ উদ্যোক্তা শায়মন চৌধুরী, সাহিত্য সংস্কৃতির ব্যক্তিত্ব শহিদুল ইসলাম রাজু, মায়া রাণী প্রমুখ। বক্তারা আরও বলেন এনটিভি একটি জনপ্রিয় বাঙালি স্যাটেলাইট টেলিভিশন। যার সুস্থ বিনোদন আর নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতার আগামীতে এনটিভি সহায়ক ভূমিকা পালন করবে।আমরা আশা করি এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে সমৃদ্ধ হবে। পবিত্র কুরআন তেলওয়াত করেন সাংবাদিক ও হাফেজ আবু বকর সিদ্দিক। পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে শুরু করে সাফল্যের সঙ্গে ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধান অতিথিকে খাওয়াইয়া দেন। একে ওপরকে খাওয়ানো হয়। এর পূর্বে উপস্থিত সকল মেহমানদের মিষ্টিমুখ করানো এবং মধ্যান্নভোজন করা হয় ভাবে আনন্দ উৎসব ভালোবাসায় সিক্ত হয়েছে এনটিভি। এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড কোম্পানির মালিকানাধীন বাংলাদেশি ও বাংলা ভাষার বেসরকারি একটি স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন চ্যানেল। ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই এনটিভির সম্প্রচার শুরু হয়। চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু।খবর ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফস্টাইল, ফ্যাশন, ধর্মীয় অনুষ্ঠান এনটিভি সম্প্রচার করে থাকে। বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে আইএসও সনদ লাভ করে এনটিভি। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি এনটিভি অনলাইনের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে এনটিভি অনলাইনকে দেশের সেরা অনলাইন পোর্টাল হিসেবে সম্মাননা দিয়েছে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশে এনটিভি সম্প্রচারিত হয়।
|