সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম রেজা (৩০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে বিদ্যুত সংযোগের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম রেজা একই উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাজীপুর জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কবিহার গ্রামে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন শামীম রেজা। এ সময় তিনি কোমরে বেল্টপড়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠেন। পরে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে তার শরীর লেগে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলছিলেন তিনি। পরে ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]