আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন অব্যাহত রাখবেন পল্লী বিদ্যুৎ কর্মীরা
তারিখ
:
05-07-2024
বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি বিধায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
শুক্রবার (৫ জুন) বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনরত নেতাকর্মীরা।
আলোচনায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে আলোচনা শেষে নেতাকর্মীরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়নি। সমস্যা সমাধানের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]