কবরস্থানে জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মায়ের দাফন, এলাকায় জুড়ে তীব্র নিন্দা
তারিখ
:
06-07-2024
এম নজরুল ইসলাম : ভোলা জেলার দৌলতখান উপজেলায় কবরস্থানে জায়গা না পেয়ে জাবেদা খাতুন নামের এক বৃদ্ধা কে নিজের বসত ঘরের বারান্দায় দাফন করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিম উদ্দিন সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সাথে তার বাড়ির রফিকের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলছিলো। মঙ্গলবার ২ জুলাই সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে বৃদ্ধা জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিজল তার মাকে পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তাকে রফিক বাঁধা দেয়।
খবর পেয়ে নিহতদের স্বজনরা ও এলাকাবাসী এসে রফিক সহ তাদের পরিবারকে মৃত জবেদার দাফন পারিবারিক কবরস্থানে করার জন্য বাঁধা না দিতে অনুরোধ করলে ও রফিক ও তার পরিবারের লোকজন এতে কোনভাবেই সম্মতি দেয়নি। পরবর্তীতে বুধবার ৩ জুলাই ছেলে রফিজল অনেকটা নিরুপায় হয়ে ঘর ভিটা ছাড়া তাদের আর কোন নিজস্ব জায়গা জমি না থাকায় বসত ঘরের বারান্দায় নিজের মাকে দাফন করতে বাধ্যঁ হন। এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সকল শ্রেণীর মানুষ এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]