নিজস্ব প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন " জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন ( চতুর্থ পর্যায়) শীর্ষক প্রকল্প এর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা চেয়ারম্যান ও বনবিভাগের উদ্যোগে রামু উপজেলায় উপজেলা চেয়ারম্যান কতৃর্ক নির্বাচিত প্রান্তিক পর্যায়ে সকল জনসাধারন ও প্রতিষ্ঠানের কাছে এসব চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহানের সভাপতিত্বে রামু উপজেলার নার্সারী কেন্দ্রে এসব চারা বিতরণ কর্মসূচির সূচনা হয় । এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুট্টো।
বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সারওয়ার জাহান বলেন,জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান কর্তৃক নির্বাচিত প্রান্তিক পর্যায়ে সকল জনসাধারণ এবং প্রতিষ্ঠানের কাছে ২৫ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিভিন্ন প্রজাতির চারার মধ্যে উল্লেখযোগ্য চারা হচ্ছে , বহেরা, হরিতকি, গামার,অর্জুন, কদম, জলপাই, সাোনালু, জারুল কাঠবাদাম, কাজুবাদাম, বক্সবাদাম, পিতরাজ, রাজ কড়ই, শিল কড়ই, অডিট কড়ই, চাকুয়া সহ ইত্যাদি চারা বিতরণ করা হয়েছে । এসব চারা ভবিষ্যতে পরিবেশ, প্রতিবেশ এবং ভারসাম্য রক্ষায় আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চারা বিতরণ কার্যক্রম যাতে সফল ও স্বার্থক হয় সেজন্য বনবিভাগ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। চারা বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, বনবিভাগের স্টাফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
|