হাফেজ মাওলানা আবুল বাশার (জিব্রাইল হুজুর) ইন্তেকাল করেছেন
তারিখ
:
14-07-2024
মিয়া আবদুল হান্নান : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম দুর্বল খানের কনিষ্ঠ পুত্র হাফেজ মাওলানা আবুল বাশার( জিব্রাইল হুজুর) দুরারোগ্য মরণব্যাধি ক্যানসারের আক্রান্ত হয়ে আজ রোববার ১৪ জুলাই সকাল ৭ টা ২০ মিনিট সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। হাফেজ মাওলানা আবুল বাশার( জিব্রাইল হুজুর) মৃত্যু কালে স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যা নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব পরিবার-পরিজন রেখে গেছেন। আজ বাদ যোহর সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদরাসা ময়দানে মরহুম হাফেজ মাওলানা আবুল বাশার( জিব্রাইল হুজুরের) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের জেষ্ঠপুত্র হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। জানাজা শেষে সৈয়দপুর ঈদগাহ ময়দান সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
হাফেজ মাওলানা আবুল বাশার( জিব্রাইল হুজুর) আদর্শনীতি : তিনি জীবনদশায় একজন সদালাপী, এলাকাবাসী আশেপাশে এলাকার মানুষ তাকে জিব্রাইল হুজুর নামে জানতেন এবং চিনতেন। হাফেজ মাওলানা আবুল বাশার( জিব্রাইল হুজুর) দীর্ঘ জীবনে সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদরাসা ৫৩ বছর শিক্ষকতা করেছেন। জীবনের কর্মকাণ্ডের বেশী সময় তিনি মাদরাসা খেদমতে কাটিয়েছেন। এই সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদরাসার তার ছাত্র- শিক্ষক প্রতিনিধি দেশে-বিদেশে বহু হাফেজ মাওলানা আলেম ওলামা মুফতি হয়ে দেশের বিভিন্ন জেলা মসজিদ- মাদ্রাসায় খেদমত করে যাচ্ছেন। ধর্মশুর হামিদিয়া মাদরাসার মোহতামীম আলহাজ হযরত মাওলানা নুরুল হক হামিদী খলিফা পীর সাহেব মধুপুর। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুম হাফেজ মাওলানা আবুল বাশার (জিব্রাইল হুজুরের) বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]