পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। তোশাখানার নতুন এক মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়েছে।
অবৈধ বিবাহ বা ইদ্দত মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এমন রায় এল। জানা গেছে, অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (ন্যাব) তোশাখানার নতুন এক মামলায় তাদের গ্রেফতার করে।
তোশাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারে উপ-পরিচালক মহসিন হারুনের নেতৃত্বে দুর্নীতিবিরোধী নজরদারির একটি দল এই দম্পত্তিকে গ্রেফতার করে।
আদালতের আদেশ অনুযায়ী, ন্যাব আদিয়ালা কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করবে। আগামী ২২ জুলাই তাদেরকে আদালতে উপস্থিত করতে হবে।
শনিবার (১৩ জুলাই) ‘অবৈধ বিয়ে’ বা ‘ইদ্দত’ মামলা থেকে অব্যাহতি পান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। দেশটির একটি আদালত তাদের অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেন।
গত বছর বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা এই মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, ইমরান খানকে বিয়ে করার আগে ইসলামিক আইন অনুসারে তালাকের পরে প্রয়োজনীয় তিন মাসের বিরতি পালন করেননি বুশরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]