চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দিগন্ত বড়ুয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের বোয়ালখালী থানাধীন শাকপুরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী রাতুল বড়ুয়া (৩২) আহত হন। নিহত দিগন্ত নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকার তাপস বড়ুয়ার ছেলে। আহত রাতুল নগরীর বাহির সিগনাল এলাকার বাসিন্দা।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুইজনকে জরুরি বিভাগে আনলে দিগন্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয় এবং আহত রাতুল বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]