জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ হচ্ছে বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের কোনো অবস্থান দেখা যায়নি
তারিখ
:
16-07-2024
কাজী সাইফ উদ্দিন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ মঙ্গলবার ক্যাম্পাসে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থীও তাদের সাথে যোগ দিয়েছেন।
ক্যাম্পাস ঘুরে দৈনিক এশিয়া বাণী`র ঢাকা জেলা নিজস্ব সংবাদদাতা কাজী সাইফ উদ্দিন জানিয়েছেন, সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবশেদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আছেন। কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পাশাপাশি সোমবার রাতে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি করেছেন তারা। অন্যদিকে, ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো অবস্থান দেখা যায়নি।তবে বেলা ২টার পর রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। এ সময় তাদের অনেকের হাতে লাঠি-সোটা এবং রড দেখা গেছে।
অন্যদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা আড়াইটার দিকে ছোট ছোট মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে দেখা গেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের। উল্লেখ্য, গতকালের হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যসহ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেয় কোটা আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থীও তাদের সাথে যোগ দিয়েছেন।
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনরত অবস্থায় রয়েছে, তাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ হয়ে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরের পর থেকে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে যোগদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাঘাট প্রদক্ষিণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এসে অবস্থান নেয়। এ সময় তারা কোটার পরিবর্তে মেধা কে অগ্রাধিকার দেওয়ার দাবি জানায় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেএ বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন গতকালকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায় আমরা ভিসির বাস ভবনের সামনে অবস্থান নিয়েও হামলার শিকার হয়েছি আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কোটা সংস্কারের দাবি জানাচ্ছি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]