দেশের অচলাবস্থা কেটে সচল হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। ঢাকায় চলছে সিএনজি, অটোরিকশা, ট্রাক। এছাড়া দূরপাল্লার কিছু বাস ও চলাচল করতে দেখা যায়।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সরেজমিনে রাজধানীর বিমানবন্দর সড়ক, কুড়িল বিশ্বরোড, বাড্ডা ও মহাখালী এলাকা ঘুরে দেখা যায় এই চিত্র।
বাড্ডা এলাকায় দেখা যায়, স্টার লাইনের ঢাকা থেকে ফেনীমুখি বাস, সোহাগ পরিবহনের ঢাকা চট্টগ্রাম মুখি বাস, ঢাকা কুমিল্লার তিশার কিছু বাস চলেছে।
গত পাঁচদিনের স্থবিরতা কাটিয়ে ধীরে ধীরে আবারো রাজধানীতে গাড়ি চলাচল। তবে কারফিউ থাকায় বেশিরভাগ দোকানপাট খোলেনি। তবে প্রধান সড়কের বাইরের গলিতে খুলেছে বেশিরভাগ দোকান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]