জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বুধবার রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় সামসউদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩-০ গোলে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে জয় লাভ করে।অপর দিকে এলবিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১-০ গোলে বড় ধামাই সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের কে হারিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে জয়ী হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া,অফিসার ইনচার্জ মেহেদি হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাস চৌধুরী,সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন ভূইয়া,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আজিজ,মুজিবুর রহমান,ফরমান আলী প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]