মিয়া আবদুল হান্নান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান জামিনে কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার ৬ আগস্ট রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন আলহাজ আমান উল্লাহ আমান। ছাত্র-ছাত্রীদের কোটা আন্দোলন যখন তুঙ্গে স্বৈরশাসক পেটুয়া পুলিশ বাহিনী অসুস্থ আলহাজ আমান উল্লাহ আমানকে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। ৯০ এর গণ-অভ্যুত্থানের স্বৈরাচার এরশাদ সরকার পতনের মহানায়ক আলহাজ আমান উল্লাহ আমান।
আলহাজ আমান উল্লাহ আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম দৈনিক এশিয়া বাণীকে এ তথ্য জানিয়েছেন। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চপ্পু`র সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]