কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তাজা রক্ত ঢেলে দেয়ার মধ্যে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি : মোহাম্মদ সাইফুল আলম খান
মিয়া আবদুল হান্নান : আওয়ামী স্বৈরশাসকের পেটুয়া বাহিনীর সীমাহীন অত্যাচারে একযুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানা পূর্বের উদ্যোগে আজ সকাল ৯ টায় রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় সংলগ্ন সারা কমোনিটি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা দক্ষিন এর কেরানীগঞ্জ মডেল থানাপূর্ব আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যদেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল আলম খান। কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব আমীর ডাঃ মুহাম্মদ এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আমরা নতুন বাংলাদেশে, স্বাধীন দেশে শান্তির নিশ্বাস খোলা আলো বাতাসে আছি। আমাদের সামনে একটি কালো পর্দা ছিল, সেটি মহান রাব্বুল আলামিন কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তাজা রক্ত ঢেলে দেয়ার মধ্যে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন তারাও আমাদের ভাই তারা আমাদের সন্তান আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ফ্যাচিষ্ট স্বৈরশাসক পেটুয়া পুলিশ বাহিনী হাসিনার প্রশাসন জামায়াতের নেতাদের উপর অমানবিক নির্যাতন নিষ্ঠুরতার বর্ননা দিয়ে বলেন,সাবেক সংসদ জামায়াতের নায়েবে আমির কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। অন্যায় ভাবে জামায়াতের অনেক নেতাদের হত্যা করা হয়েছে। বুলডোজার দিয়ে আমাদের বাড়িঘর ভেঙ্গে ফেলা হয়েছে। স্বৈরাচার সরকারের জুলুমের একটি ঘরের নাম আয়নাঘর। সেখানে মানুষকে বন্দী করে অসহ্য যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলনে সকল শহীদদের কথা পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে। স্বৈরাচার সরকার শেখ হাসিনা এখনো দেশকে আরেকবার অস্থিতিশীল দেশে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য জামায়াতের নেতাকর্মীদেরকে ব্যাপক গণসংযোগ চালানোর আহ্বান জানান। আজ শুক্রবার ৩০ আগস্ট সকাল ৯ টায় কদমতলী সারা কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ, হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন, সেক্রেটারি জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ, অধ্যক্ষ মুহাম্মদ শাহীনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামী সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি ইকবাল হাসান ইয়ার, হাজী মোঃ কাউছার উদ্দিন মেম্বারসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]