বলিউডের দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী ও মেয়েকে নিয়ে তার ভালোই দিন কাটছে। আছে অভিনয়ের ব্যস্ততাও। যার কারণে পরিবারকে সেভাবে সময়ও দিতে পারেন নাই ভারতের এই গ্লোবাল তারকা। তবে তাতে মন খারাপ হয় না তার। তার কারণ তিনি যে কাজটা ভালোবাসেন, সেটাই করেন। খবর: বলিউড বাবল
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রত্যেকের মতো আমারও জীবনে খারাপ দিন আসে। কিন্তু আমি নিজেকে মনে করাই, আমার যা আছে সেগুলো অর্জন করা সত্যিই বড় ব্যাপার। সঙ্গে সঙ্গে নিজের কাজ নিয়ে আক্ষেপ করা বন্ধ করে দিই। আমি আমার অনুভূতিগুলো একেবারে সরিয়ে রাখি। বাড়ি ফেরার পরে নিজের অনুভূতির বিষয়ে চিন্তাভাবনা করি।’
প্রিয়াঙ্কাকে এখন আর সেভাবে ভারতীয় সিনেমায় দেখা যায় না। তবে হলিউড ইন্ডাস্ট্রিতে তার ব্যস্ততা আগের চেয়ে অনেক বেড়েছে। তবে তিনি সব সময় নরীকেন্দ্রিক গল্পে নির্মিত সিনেমায় অভিনয় করতে পছন্দ করেন। এই সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
প্রিয়াঙ্কা মনে করেন, এই ধরনের সিনেমায় কাজ করলে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বেশি করে সরব হতে পারবেন। তাই নারীদের এগিয়ে রাখে এমন গল্পের সিনেমায় কাজ করতে সবসময়ই তিনি ভালোবাসেন।
সাক্ষাৎকারের একপর্যায়ে নিজের পরিশ্রমের কথাও জানান তিনি। প্রিয়াঙ্কা বলেন ‘আমি অলসতা একদমই পছন্দ করি না। ঘুমিয়ে সময় নষ্ট করা আমার পছন্দ না। নিয়মের মধ্য থেকেই জীবনকে এগিয়ে নিতে হবে। তাইতো আমি সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। ভোর ৫ টায় আমি ঘুম থেকে উঠি। এরপর টানা ১২ ঘণ্টা কাজ করে, পরিবারকে সময় দেই।’
বলিউডের এই অভিনেত্রী ২০১৮ সালে ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন। ২০২২-এর জানুয়ারিতে তাদের জীবনে আসে একমাত্র কন্যাসন্তান, মালতী মেরি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]