সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মো. ইউসুফ (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কামাল উদ্দিন মিয়ার ছেলে।
শনিবার (৩১ আগস্ট) সৌদি আরবের একটি সিটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফের বাবা বলেন, আমার ছেলে দীর্ঘদিন সৌদি আরব থাকে। সেখানে আলফালা এলাকায় একটি পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করত। সৌদি আরবে গাড়িতে করে মালিকের স্ত্রীকে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আমার ছেলেসহ চারজন মারা যায়।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক দুর্ঘটানয় ছেলে নিহত হওয়ার খবর আসে। নিহত ইউসুফের দুটি কন্যাসন্তান রয়েছে। মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]