মিয়া আবদুল হান্নান : দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরো কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যা কবলিত এসব মানুষ অসহায় জীবন-যাপন করছেন। বন্যা পীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে। বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, ১ সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর সারাদেশে বন্যাদূর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একই সাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইব।’ বিএনপি’র এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হবে।’বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার। বিএনপির ৪৬তম প্রষ্ঠিাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আজ ১ সেপ্টেম্বর, এ দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ।
চেয়ারপারসন : বেগম খালেদা জিয়া, মহাসচিব : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান : তারেক রহমান প্রতিষ্ঠাতা : জিয়াউর রহমান প্রতিষ্ঠা : ১ সেপ্টেম্বর ১৯৭৮ (৪৫ বছর আগে) সদর দপ্তর : ২৮/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ ছাত্র শাখা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুব শাখা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহিলা শাখা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শ্রমিক শাখা : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল স্বেচ্ছাসেবক শাখা : বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কৃষক শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-ভাবাদর্শ, ঐতিহ্যগত: সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা বাংলাদেশী জাতীয়তাবাদ,গণতন্ত্র : সামাজিক ন্যায়বিচার (সমাজতন্ত্র) সমসাময়িক: রক্ষণশীলতা (বাংলাদেশী) উদার অর্থনীতি : ভারতীয় সংশয়বাদ রাজনৈতিক অবস্থান: কেন্দ্র-ডান হতে ডানপন্থী(বিগ টেন্ট) ধর্ম-ইসলাম, আন্তর্জাতিক অধিভুক্তি : এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন, স্লোগান-বাংলাদেশ জিন্দাবাদ" জাতীয় সংসদের আসন-৩৫০
|