ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর (মাইটিভির মালিক) বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সোমবার জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়।
মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। এছাড়া ওবায়দুল কাদেরকে দ্বিতীয় এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে তিন নম্বর আসামি করা হয়েছে।
মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি করা হয়েছে। হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]