গত ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল এ প্রজন্মের প্রিয়মুখ নাজনীন নীহা অভিনীত সবশেষ নাটক। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ লাইন’-এ সর্বশেষ নীহার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে নীহার বিপরীতে ছিলেন জোভান। এবার আবারও অভিনয়ে ফিরেছেন এ অভিনেত্রী।
নীহার অভিনীত নতুন নাটকের নাম ‘অবুঝ পাখি’। ইউটিউবে মুক্তির পর থেকেই তার অভিনয় প্রশংসিত হচ্ছে। নাটকে নাম ভূমিকায় তিনিই অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।
নাটকটির গল্প ছাত্ররাজনীতি নিয়ে। নাটকটির গল্প হাসান মোহতারিমের। চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন তরুণ মেধাবী পরিচালক রুবেল হাসান।
এমন একটি গল্পে অভিনয় নিয়ে নীহা বলেন, ‘বরাবরের মতোই আমি দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞ। বিশেষত আমার যারা ভক্ত-দর্শক, তারা একটি নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এ নাটকটিও হয়তো আরও কিছুদিন আগেই প্রকাশ পেত। কিন্তু মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে দেশের অনেকাংশ জুড়ে বন্যা—এসব পরিস্থিতি বিবেচনা করে নাটকটির প্রকাশ পিছিয়ে যায়। অবশেষে নাটকটি প্রকাশ পেয়েছে। প্রকাশের পর এতে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পাচ্ছি। ইয়াশ ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। সব মিলিয়ে কাজটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। এখন দর্শকের কাছ থেকে সাড়া পেয়ে, পজিটিভ ফিডব্যাক পেয়ে ভালো লাগছে। অবুঝ পাখির পুরো টিমের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আগামীতেও এমন ভালো ভালো গল্পের নাটকই দর্শককে উপহার দিতে চাই।’
নীহা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে—‘অনুরাগ’, ‘লাভ রেইন’, ‘একবার বলো ভালোবাসি’, ‘সুইট প্রবলেম’, ‘এখন যখন’, ‘মাই ডিয়ার লিডার’, ‘হৃদয়ে হৃদয়’। তার অভিনীত প্রকাশিত প্রথম নাটক ছিল জোভানের বিপরীতে প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ সেমিস্টার’।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]