কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯৭ হাজার কিউসেক পানি
রাঙামাটি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৫ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ৯৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে এমন তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, সোমবার সন্ধ্যা থেকে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এই জেলার জানমালের ক্ষতি এড়াতে আজ দিনগত রাত ১০টা থেকে জলকপাটগুলো ৫ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ৯৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রটি থেকে জানানো হয়, হ্রদে বর্তমানে ১০৮.৭৫ ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
গত ২৪ আগস্ট কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে বাঁধ দিয়ে পানি ছাড়ার অনুমতি দেয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
এদিকে হ্রদের পানি বাড়ায় জেলার লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নিম্ন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]