‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ গান নিয়ে চিন্তায় তামান্না
‘স্ত্রী-২’ সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। অল্প বাজেটে নির্মিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্যের ইতিহাস সৃষ্টি করছে। এতে তামান্নার ‘আজ কি রাত’ গানের নৃত্য দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। গানটি এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। তিনি সিনেমাটির এ স্পেশাল গান নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
তামান্না ভাটিয়া ‘আজ কি রাত’ গানটি সম্পর্কে জানান, ‘জেলার’ সিনেমার ‘কাভালা’ গানের সাফল্যের পর তিনি ‘স্ত্রী-২’ সিনেমার এ গানটি করেছেন। ফলে তিনি ভীষণ চিন্তায় রয়েছেন ‘স্ত্রী-২’ সিনেমার গানটি ভক্তদের মন কতটা জয় করতে পারবে! ‘জেলার’ সিনেমার ‘কাভালা’ গানটি মুক্তির পরপরই তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। ফলে তামান্নার ক্যারিয়ার অনন্য উচ্চতায় পৌঁছে যায়। এ কারণে ‘আজ কি রাত’ গানটি নিয়ে চাপ অনুভব করছেন এ নায়িকা। এ গানটি সবাই গ্রহণ না করলে তার সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে না।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামান্না বলেন, ‘গানটি নিয়ে একটু চাপ অনুভব করলেও আমার আত্মবিশ্বাস আছে। এরই মধ্যে যে সাড়া পেয়েছি তা অব্যাহত থাকলে এটি আলোচনার শৗর্ষে থাকবে। ‘কাভালা’ গানটি প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বব্যাপী ঝড় তোলে। গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মাতামাতি হয়েছে। ফলে নতুন কোনো স্পেশাল গান আর করবেন কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্ধে ছিলেন।
‘স্ত্রী-২’ সিনেমার ‘আর রাত কি’ গানে নৃত্যে অংশ নেওয়ার প্রস্তাবে পর কি চিন্তায় পড়ে ছিলেন? জবাবে তামান্না বলেন, ‘সিনেমার নির্মাতা অমর কৌশিক এ গানে কাজ করতে সাহস জুগিয়েছেন। তিনি গানের বিষয় আমাকে এমনভাবে বুঝিয়েছেন যাতে আমি খুব সহজেই রাজি হয়ে গেছি। তিনি আমাকে গানটিতে অংশ নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করেছেন।’ গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে ‘স্ত্রী-২’ সিনেমাটি। সিনেমাটি যখন মুক্তি দেওয়া হয়েছে, তখন ভারতজুড়ে নারীদের স্বাধীনতা নিয়ে আন্দোলন শুরু হয়। কলকাতার আরজিকর-কাণ্ডের পর গর্জে ওঠে পুরো ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মুখে মুখে নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। ঠিক এমন সময়ে মুক্তি পায় ‘স্ত্রী-২’। বলা চলে কাকতালীয়ভাবে এ সিনেমার গল্পের সঙ্গে কলকাতার সাম্প্রতিক ঘটনা যেন মিলে গেছে।
অমর কৌশিক নির্মিত ‘স্ত্রী-২’ এ সিনেমায় অভিনয়ের জন্য পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাসহ সব কলাকুশলীরা প্রশংসিত হচ্ছেন। সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, ‘এর গল্প মানুষের জীবনকে পুরোপুরি ছুঁতে পেরেছে। তাই দর্শকরা তাদের নিজের আশপাশের ঘটনা মনে করে প্রেক্ষাগৃহে ছুটে গেছেন। ফলে এটি অল্প সময়ের মধ্যে আলোচনায় এসেছে এবং বিপুল পরিমাণ অর্থ আয় করতে সক্ষম হয়েছে।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]