সাবেক আইজিপি মামুনকে আরও চার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে দায়েরকৃত পৃথক আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাগুলোয় সাবেক এ আইজিপিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানি নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।
ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]