সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় রসুন, সুপারি ও শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির কমান্ডার সুবেদার আবুল বাশার।
জানা যায়, সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজারের কুশিউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে বাংলাদেশি রসুন, সুপারি ও শিং মাছ পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে বিজিবির বিশেষ একটি দল।
এই অভিযানে কুশিউড়া সীমান্ত থেকে ছয় হাজার কেজি সুপারি, ছয় হাজার কেজি রসুন এবং চার হাজার কেজি শিং মাছসহ একটি ট্রাক, দুটি পিকআপ ও চারটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।
দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির কমান্ডার সুবেদার আবুল বাশার বলেন, আমরা দোয়ারাবাজারে বিভিন্ন সীমান্তে প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করছি। আজ বিকেলে ভারতে বিভিন্ন ধরনের বাংলাদেশি মালামাল পাচারের সময় সেগুলো জব্দ করা হয়। তবে এই ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]