বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ   * লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদে‌শি   * ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা   * বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস   * শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে   * রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড   * সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড   * মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড   * ভোটে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার   * চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়া  

   সোশ্যাল মিডিয়া
প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন পূজা চেরি
  Date : 20-09-2024

সম্প্রতি একটি প্রসাধনী কোম্পানির অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকাই চিত্রনায়িকা পুজা চেরি। সেখানে তাকে কিছুটা সাহসী অবতারেই দেখা যায়। শুধু তাই নয়, হাই মেকআপে পূজার চেহারাতেও আসে বেশ পরিবর্তন। আর এতেই বাধে বিপত্তি।

সেই অনুষ্ঠান থেকে পূজার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সঙ্গে শুরু হয় পূজা চেরিকে নিয়ে নতুন চর্চা। মেকাপের কারণে পূজার চেহারায় পরিবর্তন আসায় নেটিজেনরা মনে করে বসেন, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরি!

সামাজিক মাধ্যমজুড়ে এমন জল্পনা চাউর হলে তা নজরে আসে পূজার। এছাড়াও ফেসবুকে শেয়ার করা নায়িকার নিউ মেকাপের ছবি দেখে মন্তব্য ঘরেও একই দাবি করে বসেন নেটিজেনরা। অনেকে আফসোস করে লেখেন, প্লাস্টিক সার্জারির আগেই নাকি সুন্দর ছিল পূজা চেরি!

কিন্তু ঘটনা কী আদৌ তাই? সত্যিই কী প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই ঢাকাই নায়িকা? সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা। জানান, বিষয়টি নিয়ে বেশ অবাক তিনি। কারণ, তিনি যা করেননি, অথচ তা নিয়েই আলোচনা!

বিষয়টি নিয়ে খানিকটা বিব্রতও নায়িকা। পূজা বললেন, ফেসবুকে মানুষের মন্তব্যে অনেক অবাক হয়েছি। আমি সার্জারি করিনি, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো নয়, আমি জানি। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।

নায়িকার কথায়, ‘বয়সের পরিবর্তনে চেহারার পরিবর্তনের ছাপ মুখে পড়ে। তা ছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয়। ওইদিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম। ফলে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে। আর তাতেই এত সব কাহিনি।’

নায়িকা আরও বলেন, ‘আমি তো প্লাস্টিক সার্জারি করিনি। যদি প্লাস্টিক সার্জারি করতাম, গোপন রাখতে চাইতাম, মানুষ জেনে গেলে খারাপ লাগত।’

উল্লেখ্য, শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন ।

‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।



  
  সর্বশেষ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মানিকগঞ্জে অগ্নিসন্ত্রাসে পারভেজ হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
প্রকাশ্যে ‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টার, তানজিন তিশার চমক



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]