সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট শীর্ষক লটারিতে বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকা মূল্যের (দুই কোটি দিরহামের) গ্রান্ড প্রাইজ জিতেছেন আবুল মনসুর আবদুল সবুর নামের এক বাংলাদেশি। খবর খালিজ টাইমসের।
৫০ বছর বয়সী বাংলাদেশি রাইডার সবুর বর্তমানে আমিরাতের আবুধাবি শহরে বসবাস করছেন। রাজমিস্ত্রির কাজ ছাড়াও ডেলিভারি রাইডার হিসেবেও অভিজ্ঞতা আছে তার। এবারের লটারির ড্র এর আগে তিনি ও তার বন্ধুরা মিলে পাঁচটি টিকিট কিনেছিলেন, এরমধ্যে পুরস্কার জিতেছে কেবল তার কেনা টিকিট। এই প্রবাসী ২০০৭ সাল থেকেই লটারির টিকিট কিনে চলেছেন, এবার ভাগ্য ফিরল তার।
বৃহস্পতিবার খালিজ টাইমস জানিয়েছে, টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর অবশেষে যখন সত্যিই লটারি পেয়ে গেলেন, তখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না সবুর। লটারি কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি হতবাক হয়ে যান।
‘লটারির অর্থ দিয়ে কী করবেন’—এমন প্রশ্নে সবুর জানিয়েছেন, ওই অর্থ তিনি পরিবারের পেছনে খরচ করবেন এবং একটি ব্যবসা শুরুর মধ্য দিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করবেন।
গালফ নিউজকে সবুর জানিয়েছেন, সৌভাগ্যের টিকিটটি বন্ধুরা মিলে গত ২৭ সেপ্টেম্বর কিনেছিলেন। লটারির জয়ের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানটি লাইভ দেখছিলাম। এর মধ্যে আমাদের নম্বরটি ঘোষণা করা হয়।’
সবুর জানিয়েছেন, বিজয়ের অর্থ তারা বন্ধুরা ভাগ করে নেবেন। রাজমিস্ত্রি হিসেবে কাজ করে তারা মাসে এক থেকে তিন হাজার দিরহাম পর্যন্ত আয় করেন। সবুর বলেন, ‘এই টিকিট কেনার জন্য আমরা টাকা জমিয়েছি। এবার আমরা এক হাজার দিরহামের টিকিট কিনেছি। আমরা সব সময় বিশ্বাস করতাম, সৌভাগ্য একদিন আমাদের দিকেও আসবে। আমরা সবাই এখন কোটিপতি হয়ে গেছি।’
সবুর আরও বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে আছে, যারা দুবাইয়ে কাজ করে। আমাদের ভবিষ্যৎ এখন নিরাপদ। তবে আমি টিকিট কেনা চালিয়ে যাব।’
এর আগে গত সেপ্টেম্বর মাসে বিগ টিকিট র্যাফেল ড্রতে দেড় কোটি ডলার পুরস্কার জেতেন আরেক প্রবাসী বাংলাদেশি শামসু মিয়া।
|