অ্যানিম্যাল ছবির সাফল্যের পর থেকে একের পর এক কাজের সুযোগ পাচ্ছেন তৃপ্তি দিমরি। এই সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বৃদ্ধি করেছেন অভিনেত্রী। বর্তমানে তার পারিশ্রমিক জানলে আপনি অবাক হবেন। গত এক বছরের খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তিনি।
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর আর তাকে পিছনে তাকাতে হয়নি। একের পর এক কাজের সুযোগ এসেছে। তার অভিনীত ব্যান নিউজ ছবিটি বক্স অফিসে সাড়া না ফেললেও তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের রসায়ন নজর কেড়েছে।
বর্তমানে ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবি নিয়ে ব্যস্ত নায়িকা। তারই মাঝে হাতে আসছে একের পর এক কাজ। তবে কাজ থেকে মুখ ফেরাচ্ছেন নায়িকা। একদিকে যেমন অভিনীত চরিত্রের বিষয় বিস্তারিত ভাবনা চিন্তা করার পর তাতে অভিনয় করবেন কি না, তা স্থির করছেন। তেমনই নজর দিচ্ছেন নিজের পারিশ্রমিকে।
২০২৩ সালে অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তৃপ্তি । এই চরিত্রে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন দ্বিগুণ নয় বরং আড়াই গুন বেশি পারিশ্রমিক নিচ্ছেন নায়িকা। বর্তমানে নিজের পারিশ্রমিক ১ কোটি করেছেন তৃপ্তি দিমরি। এমনই খবর শোনা যাচ্ছে বলিপাড়ায় । বর্তমানে তার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট।
অ্যানিম্যাল ছবিতে বেশ বোল্ড চরিত্রে দেখা দিয়েছিলেন। এমন চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন নায়িকা। উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি দিমরি, দিল্লিতে যদিও বড় হয়েছেন। বুলবুল ও কালা-র মতো ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে, খ্যাতি দিয়েছে অ্যানিম্যাল।
রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তৃপ্তি দিমরি। হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ। বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন। সদ্য শেষ করেছেন ভুল ভুলাইয়া ৩-র কাজ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]