নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে ইতিবাচক ইমেজ তৈরি করেছিলেন, তা যেন তার ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গিয়েছে। একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোল বদল— এসব কর্মকাণ্ড তাকে বারবার বিতর্কের মুখে ফেলছে। সেকারণে সামাজিক মাধ্যমে তিনি ছবি বা ভিডিও প্রকাশ করলেই একের পর এক নেতিবাচক মন্তব্য করন নেটিজেনরা। এবার এ নায়িকা ট্রল শিকার হলেন পূজায় ঢাক বাজিয়ে।
মহালয়ার দিন থেকেই টলিউডে পূজার আমেজ। অভিনেত্রীরা ঢুঁ মারছেন বিভিন্ন মন্ডপে। শ্রাবন্তীও আছেন এ তালিকায়। একটি মন্ডপ উদ্বোধনে সেজেগুজে দেখা যায় শ্রাবন্তীকে। মুখে একগাল হাসি। বেশ জমিয়ে ঢাক বাজান নায়িকা।
‘সিংহাম এগেইন’ দিয়ে বলিউডে অভিষেক দীপিকার মেয়ের! তবে শ্রাবন্তীর এই ঢাক বাজানো ভালোভাবে নেননি নেটাগরিকরা। মন্তব্যের ঘরেই ধুয়ে দিয়েছেন অভিনেত্রীকে। একজন লিখেছেন, “তুমি বলেছিলে না প্রতিবাদ করবে, পূজা করবে না। কী হলো ম্যাডাম!”
কেউ মন্তব্য করেছেন, “আপনার লজ্জা করল না একটা বড় ছেলে আছে এভাবে শাড়ি পরেছেন।” আবার কেউ লেখেন, “কীভাবে শাড়ি পরেছেন আপনার লজ্জা লাগছে না” কারও আবার মন্তব্য আছে, “আপনি এত সুন্দর কেন? আমাদের তো কষ্ট হয়।”তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]