ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের আজকের এই দিনে খুলনা শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ৩ নভেম্বর ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন তিনি। এবার তিনি জন্মদিন উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
গত বছরের অক্টোবর মাসে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। যদিও তার ইচ্ছে ছিল এর মধ্যে একবার দেশে আসার। তবে আপাতত দেশে ফিরছেন না তিনি। জন্মদিন উপলক্ষে তার অনুরাগীরা দিনটি বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন, জানান মৌসুমী।
গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘দেশের বাইরে আছি বলে জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই। একমাত্র কন্যা ফাইজার সঙ্গে কাটাব দিনের বেশির ভাগ সময়। হাতে যদি সময় থাকে তাহলে ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। বাসায় আমি নিজের হাতেই রান্না করতে চাই, একটা কেকও বানানোর ইচ্ছা আছে। ফাইজার নানি ও খালামনিও আছেন এখানে। সবাইকে নিয়ে জন্মদিনে আনন্দময় সময়টা নিজের মতো করে কাটাতে চাই। খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এই মুহূর্তে সঙ্গে থাকলে সময়টা আরও অনেক বেশি আনন্দের হয়ে উঠত। দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদযাপন খুব মিস করছি। ভক্ত ও দেশবাসীর কাছে নিজের ও আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’
কবে দেশে ফিরবেন জানতে চাইলে মৌসুমী বলেন, ‘এরইমধ্যে দেশে একবার ঘুরে আসার ইচ্ছে ছিল। শেষমেশ নানা কারণে আর যাওয়া হলো না। ব্যক্তিগত কিছু কাজ রয়েছে। সেসব শেষ করেই দেশে আসতে চাই।’
নব্বই দশকে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মৌসুমী। তার অভিনীত ‘রেশমী’ চরিত্রটি দর্শক প্রশংসা কুড়ায়। সিনেমায় তার নায়ক ছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। এরপর ধারাবাহিকভাবে অভিনয় করে যাচ্ছেন। ১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে– ‘দোলা’,‘ আত্ম অহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘গরিবের রানী’, ‘প্রিন্সেস ডায়ানা’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘বউয়ের সম্মান’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘তারকাঁটা’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘দুই বধূ এক স্বামী’ ইত্যাদি। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’ নামে দুটি সিনেমা পরিচালনাও করেছেন এ অভিনেত্রী।
|