দুর্দশাগ্রস্ত এক তরুণী মালতী। গল্প হয়ে সে যাচ্ছে মিশরে। বড় পর্দায় তার গল্পটা দেখবেন আফ্রিকা ও আরববিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসা অতিথিরা। মালতী হয়ে পর্দায় ধরা দেবেন বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার নাম ‘হুইসপারস অব এ থার্স্টি রিভার’।
নভেম্বরের ১৩ থেকে ২২ তারিখ মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে চলবে উৎসব। অংশ নেবেন বিশ্বের স্বনামধন্য নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। সেই উৎসবে থাকছে বাংলাদেশের একটি সিনেমা। উৎসবের ৪৫তম এ আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিয়েছে ছবিটি। আজ (৪ নভেম্বর) সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে সে তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
মেহজাবীন অভিনীত এ ছবির ঘোষণা জানানো হয়েছিল চলতি বছরের ১৯ এপ্রিল মাসে। চুপিচুপি শুটিং শেষ করে অভিনেত্রীর জন্মদিনে জানানো হলো ‘প্রিয় মালতী’ নামের একটি সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে মেহজাবীনের। তিনিই পর্দার ‘মালতী’। ছবিটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এই ছবির মধ্যদিয়ে নির্মাতা হিসেবেও অভিষিক্ত হচ্ছেন এই তরুণ। উচ্ছ্বসিত নির্মাতা জানান, উৎসবের স্বাদ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। শঙ্খ বললেন, ‘আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া আমার জন্য একটা বড় ব্যাপার। ২০২৩ সালের মাঝামাঝি সিনেমাটির কাজ শুরু করেছিলাম। সিনেমাটি এখন দর্শকদের সামনে আনতে পারছি, ভালো লাগছে।’
ছবির অন্যতম গল্পকারও শঙ্খ। তার দর্শনের ছটা থাকবে পর্দায়। সিনেমায় রাজনীতি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করেত পারবেন।’
সিনেমায় নাম লিখিয়েই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাচ্ছে মেহজাবীনকে। এরই মধ্যে তার ‘সাবা’ ছবিটিও বুসানের উৎসবে দেখেছেন সেখানকার অতিথিরা। মেহজাবীন বলেন, ‘ইউনিক প্লটের কারণে ছবিটি করেছিলাম। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখবে শুনে ভালো লাগছে। তবে আমি সবচেয়ে বেশি খুশি হবো দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে পারলে। আশা করি এই সিনেমা মানুষকে ভাবাবে।’
নির্মাতা জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী হবে ‘প্রিয় মালতী’ বা ‘হুইসপারস অব এ থার্স্টি রিভার’ ছবির। দুটি উৎসবে আসা অতিথিদের জন্য, একটি সাংবাদিকদের জন্য এবং একটি জুরিদের জন্য। প্রদর্শনীর আগে ও পরে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। দেশের দর্শক কবে ছবিটি দেখবে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।
|