আজ বায়ুদূষণে লাহোর শীর্ষে, অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
তারিখ
:
05-11-2024
আইকিউ সূচকে ১৫৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ (৫ নভেম্বর) ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ৫ নভেম্বর ঢাকার অবস্থান পঞ্চম। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণে আজও ভয়াবহ অবস্থা বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। একিআই সূচকে শহরটির বাতাসের স্কোর ৫৬২। গত কয়েকদিন থেকেই বায়ুদূষণে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে লাহোরে। সোমবার (৪ নভেম্বর) দূষণের কারণে শহরটির কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।
আজ (৫ নভেম্বর) তালিয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের স্কোর ৩৫২। বাতাসের এ মানকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে উজবেকিস্তানের তাসখন্ত এবং মিসরের কায়রো। শহর দুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]