মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় একটি উদ্ধার অভিযান পরিালনা করতে গেলে দুর্বৃত্তদের হামলায় আইনশৃঙ্খলাবাহিনীর ১২ সদস্য আহত হন।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন।
উদ্ধার অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে করে ৬ পুলিশ সদস্য এবং ৬ সেনা সদস্য আহত হন।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করেছে।