আবু সায়েমঃ কক্সবাজারের কলাতলী, সুগন্ধা পয়েন্ট ও হোটেল-মোটেল জোনে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। যা পর্যটক ও স্থানীয়দের জন্য বিরক্তিকর কারণ ছিলো।
বুধবার (৬ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন, সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের বিষয়ে সদরের সহকারী কমিশনার ( ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন , সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ কলাতলী বীচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গুলো অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা, ভ্যান উচ্ছেদ ও ধ্বংস করা হয়।অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ফলে সড়কগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে। পর্যটক ও স্থানীয়রা এখন নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]