‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন
তারিখ
:
07-11-2024
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট লেখক, সাংবাদিক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ’র সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনাব মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের বষীয়ান সম্পাদক জনাব আলমগীর মহীউদ্দীন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান (অব) লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন খান প্রমুখ। আলোচকবৃন্দ হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের ইসি সদস্য ও দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, বাংলা ভিশন এর চিফ এডিটর এন্ড হেড অব নিউজ ড আবদুল হাই সিদ্দিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ড সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব লায়ন সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির ভাষনে মাহমুদুর রহমান বলেন, আমরা আমাদের ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি। শক্তিশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার জন্য এই বিপ্লব হয়েছে। এই জাতি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না। ফলে ওয়াশিংটন নির্বাচনে আমাদের কিছু যায় আসবে না। জাতীয় সংহতি দিবস স্মরণ করে তিনি বলেন, ১৯৭৫ এর ৭ নভেম্বর আমরা জনতার বিপ্লব দেখেছি, যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ লাভ করে। মাহমুদুর রহমান আরো বলেন, গত ১৬ বছর ধরে স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ আবার ভারতের অধীন হয়ে যায়। সেখান থেকে ছাত্র-জনতা আমাদের উদ্ধার করে, আমরা যেন তাদের অবদান না ভুলি। এই বিপ্লব সবাই চেয়েছে, কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে। আপামর জনতা বিপ্লবের সঙ্গে ছিল। বলেন বিশেষ অতিথি জনাব মহিউদ্দিন আলমগীর নতুন প্রজন্মকে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন। বইয়ের লেখক জনাব সাহাদাত হোসেন খান বইয়ের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন এবং আশা করেন এই সংক্রান্ত আরো প্রকাশনা বের করতে লেখকেরা উৎসাহিত হবেন। অনুষ্ঠানে আগস্ট বিপ্লবের বীর শহীদদের স্বরনে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]