ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন, অন্য দেশের অভিনন্দন বার্তা
তারিখ
:
07-11-2024
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন। জয়ের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় যুবরাজ দুই দেশের মধ্যে ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক জোরদার করার আকাক্সক্ষা প্রকাশ করেছেন। এ সময় ট্রাম্পের নেতৃত্বে বন্ধুত্বপূর্ণ মার্কিন জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি। জবাবে ট্রাম্প যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে বুধবার (৬ নভেম্বর) বাদশাহ সালমান ও ট্রাম্প উভয়ই পৃথক অভিনন্দন বার্তা পাঠান।
এদিকে ট্রাম্পের জয়ের পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, ‘আমরা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে ট্রাম্পের সঙ্গে ফের কাজ করার অপেক্ষায় আছি।’ আর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনকে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সহায়ক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]