বনবিভাগের পৃথক পৃথক অভিযানে সরকারি বনভূমি উদ্ধার, দখলদারদের হামলায় গুরুতর আহত ৩ ভিলেজার
তারিখ
:
07-11-2024
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩০ শতক বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। এসময় দখলদারদের হামলায় বনবিভাগের পক্ষে ৩ জন ভিলেজারকে গুরুতর আহত করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর ( বুধবার) ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটের রক্ষিত বনভূমির আরএস দাগ নং ১০০১ এর ফকিরা বাজার সংলগ্ন এলাকায় সকাল ১০.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পূর্বে নির্মিত পিলারের উপর ছাদ ঢালাইয়ের প্রস্তুতি কালে সেন্টারিং ভেঙে উচ্ছেদ করা হয়। অভিযানে বিভিন্ন মালামাল জব্দ করে বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয়। আনুমানিক ১৫ শতক রক্ষিত বনভূমি জবরদখল মুক্ত করা হয়।
একই দিন আরেক অভিযানে ভোমরিয়াঘোনা বিট অধিক্ষেত্রে ঈদগাঁও মৌজাস্থ রক্ষিত বনভুমির R S দাগ নং ১০০১ এ ফকিরা বাজার সংলগ্ন এলাকায় সকাল ৯ টায় রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় সঙ্গীয় স্টাফ ও ভিলেজারদের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০ শতক রক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।
অভিযানে বনকর্মী স্টাফসহ ভিলেজারগণ অংশগ্রহণ করেন। অভিযানের বিষয়গুলো নিশ্চিত করে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক পৃথক অভিযানে ভোমরিয়াঘোনা বিট অধিক্ষেত্রে ঈদগাঁও মৌজাস্থ উত্তর শিয়াপাড়া নামক এলাকায় দুপুর ১২ টায় বনবিভাগের পক্ষ থেকে সঙ্গীয় স্টাফ ও ভিলেজারদের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার মধ্যবর্তী সময় পূর্বপরিকল্পিত ভাবে ঘটনাস্থলে বসবাসকারী আনুমানিক ১০০ থেকে ১২০ জন মানুষ অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বন বিভাগের পক্ষে ৩ জন ভিলেজার আহত হয় এবং ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরী ভিত্তিতে রামু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়। এসময় ৫ শতক বনভূমি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,সংরক্ষিত বনভূমি উদ্ধার করতে গিয়ে দখলদারদের হামলার ঘটনা ন্যাক্কারজনক। মাঠ লেভেলের বনকর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। উক্ত ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]