ভোলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. একরামুল (১৮) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বোরহানউদ্দিন উপজেলার লেবুকাটা রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, সন্ধ্যার দিকে একরাম বাড়ি থেকে বের হন। পরে তার আরও দুই বন্ধু তাদের সাথে মোটরসাইকেলযোগে উপজেলার মনিরাম এলাকা যাওয়ার পথে লেবুকাটা রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একরামসহ তার দুই বন্ধু আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে একরামুলের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। এরপর ভোলা সদর হাসপাতালে একরামুলকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]